দুর্ঘটনায় পতিত কোন ব্যক্তির ভাঙ্গা হাত-পায়ের প্রাথমিক পরিচর্যা কি করার জন্য বিশেষজ্ঞরা উপদেশ দিয়ে থাকেন?
A ব্যাথা নিবারক মলক জাতীয় ঔষধ
B ভাঙ্গা স্থান কাঠ দিয়ে বেধে হাসপাতালে বা চিকিৎসকের নিকট পাঠানো
C শুধু সান্ত্বনা দেয়া
D মালিশ করা
Solution
Correct Answer: Option B
-দুর্ঘটনায় পতিত কোনো ব্যক্তির ভাঙ্গা হাত-পায়ের প্রাথমিক পরিচর্যা ভাঙ্গা স্থান কাঠ দিয়ে বেঁধে হাসপাতালে বা চিকিৎসকের নিকট পাঠানো জন্য বিশেজ্ঞরা উপদেশ দিয়ে থাকেন। যাতে ভাঙ্গা অংশ নড়াচড়া করতে না পারে।