কোন বায়ু সারাবছর একই দিকে প্রবাহিত হয়?
 

A সাময়িক বায়ু   

B স্থানীয় বায়ু 

C   অনিয়মিত বায়ু 

D নিয়ত বায়ু  

Solution

Correct Answer: Option D

-যে বায়ু পৃথিবীর চাপবলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সারা বছর একই দিকে অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।

-নিয়ত বায়ুপ্রবাহ সারা বছর একই দিকে প্রবাহিত হয় । এই বায়ুপ্রবাহ পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়।

-নিয়ত বায়ুকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। যথা -অয়ন বায়ু,পশ্চিমা বায়ু ও মেরু বায়ু ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions