Solution
Correct Answer: Option B
- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
- নাম বিশেষণ আবার কয়েকভাগে বিভক্ত।
যথা:
- রূপবাচক বিশেষণ (নীল আকাশ, কালো মেঘ),
- গুণবাচক বিশেষণ (চৌকস লোক),
- অবস্থাবাচক বিশেষণ (তাজা মাছ),
- সংখ্যাবাচক বিশেষণ (হাজার লোক),
- ক্রমবাচক (প্রথমা কন্যা) প্রভৃতি।