Solution
Correct Answer: Option D
ধাতুকল্প বা অর্ধধাতু অথবা উপধাতু হল একধরনের মৌলিক পদার্থ, যা ধাতু ও অধাতুর মাঝামাঝি বা একই সাথে উভয়ের ধর্ম প্রকাশ করে। উপধাতু ৬ টি। যথা-
১.বোরন (B),
২.সিলিকন (Si),
৩.জামেনিয়াম (Ge),
৪.আরসেনিক (As),
৫.আনটিমনি (Sb),
৬.টেলুরিয়াম (Te)।