সমগোত্রীয় শ্রেণির যৌগগুলোর মধ্যে যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো-
A একই কার্যকরী মূলক
B একই আণবিক ওজন
C ক্যাটিনেশন
D সমাবয়বতা
Solution
Correct Answer: Option A
- সমগোত্রীয় শ্রেণির মৌলসমূহ অভিন্ন মৌল দ্বারা গঠিত।
- একটি সাধারণ সংকেত দ্বারা সমগোত্রীয় শ্রেণির মৌলসমূহকে প্রকাশ করা যায়।- প্রত্যেক সমগোত্রীয় শ্রেণির একটি নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে।
- সমগোত্রীয় শ্রেণির মৌলসমূহের রাসায়নিক ধর্মে সাদৃশ্য বিদ্যমান।