সেমিকন্ডাক্টরে ডোপিং এর জন্য পর্যায় সারণির কোন সারির মৌল অপদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option B
জার্মেনিয়াম বা সিলিকনের কেলাসে যদি উপযুক্ত মাত্রায় (প্রায় এক কোটি পরমাণুতে একটি) কোন পঞ্চযোজী মৌল ( যার পরমাণুতে পাঁচটি যোজন ইলেকট্রন আছে যেমন আরসেনিক, এন্টিমনি ইত্যাদি) মেশানো হয় তবে কেলাসের গঠনের কোনরূপ পরিবর্তন হয় না, এবং মিশ্রিত পরমাণুর পাঁচটি যোজন ইলেকট্রনের মধ্যে চারটি সিলিকন বা জার্মেনিয়াম এর সাথে সহযোজী বন্ধন তৈরী করে, একটি অতিরিক্ত যোজন ইলেকট্রন থেকে যায় যা কম শক্তি খরচে মুক্ত করা যায় , ফলে পরিবাহিতা বেড়ে যায় ।