p-n জংশনে বহিস্থ ভোল্টেজ কয় ভাবে হতে পারে?
Solution
Correct Answer: Option A
p-n জংশনে বহিস্থ ভোল্টেজ দুই ভাবে হতে পারে।
সম্মুখী বায়াস - ভোল্টেজ যদি এমনভাবে প্রয়োগ করা হয় যে কোষের ধনাত্মক প্রান্ত p টাইপ বস্তুর সাথে এবং ঋণাত্মক প্রান্ত n টাইপ বস্তুর সাথে যুক্ত থাকে।
বিমুখী বায়াস - ভোল্টেজ যদি বিপরীত অভিমুখে প্রয়োগ করা হয় , কোষের ধনাত্মক প্রান্ত n টাইপ এবং ঋণাত্মক প্রান্ত p টাইপ বস্তুর সাথে সংযুক্ত থাকে।