Solution
Correct Answer: Option A
-মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃৎ অবস্থিত।
-এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি।
- যকৃতে পিত্তরস (bile) তৈরি করে।
-পিত্তরস ক্ষারীয় হয়।
-যকৃতে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই একে রসায়ন গবেষণাগার বলা হয় ৷