মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি-

A যকৃৎ 

B অগ্ন্যাশয়   

C গ্যাস্টিক গ্রন্থি  

D লালাগ্রন্থি

Solution

Correct Answer: Option A

-মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃৎ অবস্থিত।
-এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি।
- যকৃতে পিত্তরস (bile) তৈরি করে।
-পিত্তরস ক্ষারীয় হয়।
-যকৃতে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই একে রসায়ন গবেষণাগার বলা হয় ৷

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions