এক্সরেতে কোন ধাতুর কুন্ডলী থাকে যা থেকে ইলেকট্রন নির্গত হয়?
A মলিবডেনাম
B টাংস্টেন
C প্লাটিনাম
D ইরিডিয়াম
Solution
Correct Answer: Option B
এক্সরে হলো এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ যা দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন দ্বারা কোনো ধাতব পাতকে আঘাত করে উৎপন্ন করা যায়। এতে টাংস্টেন ধাতুর কুন্ডলী ব্যবহার করা হয়।