'বল বীর বল উন্নত মম শির' বাক্যটি কি?

A আদেশসূচক

B প্রশ্নসূচক

C বিশ্বসূচক

D উপদেশসূচক

Solution

Correct Answer: Option A

- আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়।
যেমন:
- বল বীর বল উন্নত মম শির (আদেশ);
- কাল একবার এসো (অনুরোধ);
- ক্ষমা কর মোর অপরাধ (প্রার্থনা)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions