রাডারে যে তড়িৎ চৌম্বকতরঙ্গ ব্যাবহার করা হয় তার নাম কি ?

A গামা রশ্মি

B মাইক্রোওয়েব 

C অবলোহিত বিকিরণ 

D আলোক তরঙ্গ

Solution

Correct Answer: Option B

রাডার এমন এক পদ্ধতি যা তড়িৎ চৌম্বক তরঙ্গ (মাইক্রো ওয়েভ) ব্যাবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান,দূরত্ব, উচ্চতা, দিক বা দ্রুতি নির্ণয় করতে পারে। 
- এটি বেতার সংকেত ধারণ এবং দূরত্ব নির্ধারণের সংক্ষিপ্ত রূপ। 
- রাডার এর পূর্ণরূপ Radio Detection and Ranging। 
- রাডার বলতে এর পদ্ধতি ও যন্ত্র উভয়কেই বুঝায়।
- ১৯২২ সালে এ.এইচ. টেলর এবং লিও সি ইয়ং রাডার উদ্ভাবন করেন।
- ফ্যালকন চুক্তি হলো 'ফ্যালকন রাডার সিস্টেম চুক্তি' [সাথে একটি চুক্তি মনে রাখুন] 
- বর্তমানে বাংলাদেশে রাডার স্টেশন ৫টি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions