Solution
Correct Answer: Option C
বাংলা ভাষায় ব্যবহৃত কয়েকটি অনুসর্গ-
-প্রতি, বিনা, বিহনে, সহ,
-ওপর, অবধি, হেতু, মাঝে,
-পরে, ভিন্ন, বই, ব্যতীত,
-জন্যে, জন্য, পর্যন্ত, অপেক্ষা,
-সহকারে, তরে, পানে, নামে,
-মতো, নিকট, অধিক, পক্ষে,
-দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক,
-সঙ্গে, হইতে, হতে, থেকে,
-চেয়ে, পাছে, ভিতর, ভেতর ইত্যাদি।