১৭৮৪ সালের 'ভারত শাসন আইন' প্রণয়ন করেন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী?
A উইলিয়াম পিট
B স্ট্যানলে বাল্ডউইন
C রবার্ট ওয়ালপোল
D হেনরি পেলহাম
Solution
Correct Answer: Option A
-রেগুলেটিং আইনে দোষ ত্রুটি সংশোধন করে কোম্পানির উপর ব্রিটিশ সরকারের কর্তৃত্ব সুদৃঢ় ও সুস্পষ্ট করার জন্য ১৭৮৪ সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ভারত শাসনের জন্য একটি আইন প্রণয়ন করেন যা ইতিহাসে 'পিটের ভারত শাসন আইন' নামে পরিচিত।
-আইনটি ১৮৫৮ সাল পর্যন্ত কার্যকর ছিল।