যোগাযোগ উপগ্রহগুলো সাধারণত ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উপরে স্থাপন করা হয়?
Solution
Correct Answer: Option A
- ভূপৃষ্ঠের ৩৫,৮৮০ কিলোমিটার উপরে সাধারণত যোগাযোগ উপগ্রহ স্থাপন করা হয়।
- যোগাযোগ উপগ্রহের কক্ষ পরিক্রমণের সময় এমনভাবে নির্ধারণ করা হয় যেন তা পৃথিবীর আবর্তনকালের সমান হয়। ফলে উপগ্রহটি পৃথিবীর উপরে এক জায়গায় আকাশে স্থির রয়েছে বলে মনে হয়।
- যোগাযোগ উপগ্রহের সাহায্যে টেলিযোগাযোগ ও টেলিভিশন অনুষ্ঠান পৃথিবীর এক পিঠ থেকে অন্য পিঠে শোনা বা দেখা সম্ভব হয়।
- মহাশূন্যে পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহ কেন্দ্র স্কোর। বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহ Early Bird, যা পরবর্তীতে Intel sat-1 নামে পরিচিত হয়।