জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ কোনটি?
A কুড়িল দ্বীপপুঞ্জ
B শিকোকু দ্বীপপুঞ্জ
C কিনাওয়া দ্বীপপুঞ্জ
D ক্যুশু দ্বীপপুঞ্জ
Solution
Correct Answer: Option A
১৮৭৫ সালে সোভিয়েত ইউনিয়ন ও জাপানের মধ্যে
‘সেন্ট পিটার্সবার্গ চুক্তির ফলে শাখালীন দ্বীপের ওপর
রাশিয়া এবং কুরিল দ্বীপের ওপর জাপানের একচ্ছত্র অধিকার
প্রতিষ্ঠিত হয় কিন্তু ১৯০৪-০৫ সালে রুশ-জাপান যুদ্ধের
ফলে জাপানিরা রুশ নিয়ন্ত্রিত শাখালিন দ্বীপপুঞ্জ দখল করে
নিলে সমস্যার সূত্রপাত হয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ
দিকে সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) জাপানের বিরুদ্ধে যুদ্ধ
ঘোষণা করে এবং শাখালিন ও কুরিল দ্বীপপুঞ্জ জাপানের
নিকট থেকে দখল করে নেয়। ১৯৯০ সালের দিকে জাপান
কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জের ওপর মালিকানা দাবি করলে
নতুন করে আবার বিরোধ শুরু হয়।