পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম কি?
A ফ্রান্স
B যুক্তরাজ্য
C যুক্তরাষ্ট্র
D পানামা
Solution
Correct Answer: Option C
- পানামা খাল মধ্য আমেরিকার দেশ পানামায় অবস্থিত।
- পানামা খাল খনন করে যুক্তরাষ্ট্র ১৯১৩ সালে।
- যুক্তরাষ্ট্র ১৫ ডিসেম্বর ১৯৯৯ সালে খালটি পানামার নিকট হস্তান্তর করে।