সার্কের মহাসচিব যিনি বাংলাদেশ থেকে ছিলেন, তার নাম কি?
A আবুল আহসান
B হুমায়ূন রশিদ
C আতিয়র রহমান
D এদের কেউ নয়
Solution
Correct Answer: Option A
আবুল আহসানঃ একজন বাংলাদেশী কুটনৈতিক। যিনি সার্কের প্রথম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তার আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।