মানুষের স্পাইনাল কর্ডের ওজন কত?
A ১৮ গ্রাম
B ৩৫ গ্রাম
C ৪৭ গ্রাম
D ৫২ গ্রাম
Solution
Correct Answer: Option B
-সুষুম্না কাণ্ড বা Spinal Cord কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ। Spinal Cord বা স্নায়ু রঞ্জু মস্কিষ্ক থেকে মেরুদণ্ডের ভেতরে অবস্থিত। Spinal Cord প্রায় ১৮ ইঞ্চি লম্বা। এখান থেকে ৩১ জোড়া স্নায়ু (Spinal nerve) উৎপন্ন হয়।
-মানুষের স্পাইনাল কর্ডের ওজন ৩৫ - ৪০ গ্রাম ।