কলেরা অথবা ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেওয়া হয় কেন?

A বমি বন্ধ হওয়ার জন্য

B দেহে পানি ও লবনের ঘাটতি পূরণের জন্য

C পায়খানা বন্ধ হওয়ার জন্য

D দেহ বর্ধনের জন্য

Solution

Correct Answer: Option B

-স্যালাইন শরীরে পানিশূন্যতা রোধ করে। 
-কলেরার জীবাণু দ্বারা ডায়রিয়া হলে প্রতিদিন শরীর থেকে ২০-৩০ লিটার পানি বের হয়ে যায়;
- যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। 
- ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে খাবার স্যালাইন, ভাতের মাড় বা অন্য কোনো বিশুদ্ধ পানীয় পান করালে শরীরে লবণ-পানির ঘাটতি কমবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions