Solution
Correct Answer: Option C
- ম্যাক্রো নিউট্রিয়েন্টস নাইট্রোজেন উদ্ভিদের জীবনে প্রয়োজনীয় প্রোটিন, গ্রন্থিরস (হরমোন), ক্লোরোফিল, ভিটামিন এবং উৎসেচকগুলিতে নাইট্রোজেন একটি গুরুত্বপূর্ণ উপাদান। নাইট্রোজেন আত্মীকরণ করাটা কাণ্ড ও পাতার বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি।
- উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধির জন্য উচ্চ মাত্রায় নাইট্রোজেন প্রয়োজন হয়।উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধি এবং ফল,শস্য উৎপাদনে নাইট্রোজেনের ভূমিকা অতুলনীয়।তাই উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন বেশি পরিমাণে গ্রহণ করে।
-মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে ধানগাছ হলুদ দেখায় ।