A মুক্ত শিকল ও অসম্পৃক্ত যৌগ
B বদ্ধ শিকল ও সুষমচাক্রিক যৌগ
C মুক্ত শিকল ও সম্পৃক্ত যৌগ
D বদ্ধ শিকল ও বিষমচাক্রিক যৌগ
Solution
Correct Answer: Option C
বন্ধন প্রকৃতি অনুযায়ী অ্যালিফেটিক যৌগসমূহকে দু'ভাগে ভাগ করা হয়, যথা- (i) সম্পৃক্ত যৌগ ও (ii) অসম্পৃক্ত যৌগ।
(i) সম্পৃক্ত যৌগ : যে সব যৌগের কার্বন শিকলের কার্বন পরমাণুসমূহ পরস্পর একক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে সম্পৃক্ত যৌগ বলে। যেমন- মিথেন, ইথানল ইত্যাদি।
(ii) অসম্পৃক্ত যৌগ: যে সব যৌগের কার্বন শিকলে অন্তত দুটি কার্বন পরমাণু দ্বি-বন্ধন বা ত্রি-বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে তাদেরকে অসম্পৃক্ত যৌগ বলে । যেমন- ইথিন, প্রোপাইন ইত্যাদি।