নীহারিকার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
 

A এর আভিধানিক অর্থ ‘কুয়াশা বা মেঘ’ 

B নীহারিকা হলো নক্ষত্রের জন্মস্থান

C  নীহারিকায় শতকরা ৯০ ভাগ হাইড্রোজেন

D এতে শতকরা ৫ ভাগ কার্বন রয়েছে 

Solution

Correct Answer: Option D

-প্রধানত গ্যাস, ধুলা ও প্লাজমা দ্বারা নীহারিকা গঠিত।
- বেশির ভাগ নীহারিকায়ই শতকরা ৯০ ভাগ হাইড্রোজেন, শতকরা ৯ ভাগ হিলিয়াম আছে।
- এ ছাড়া বাকি শতকরা ১ ভাগ হিসেবে রয়েছে কার্বন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, সালফার, ক্যালসিয়াম, আয়রন ও পটাসিয়াম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions