নিচের কোন পরিবর্তনটি ভৌত পরিবর্তন নয়?
A মোমবাতি জ্বালানো
B কঠিন মোম গলানো
C লোহা চুম্বকে পরিণত হওয়া
D একটি কাঁচ পাত্র ভেঙ্গে যাওয়া
Solution
Correct Answer: Option A
ভৌত পরিবর্তন এর উদাহরণ-
- একটি কাঁচ পাত্র ভেঙ্গে গেলে।
- লোহা চুম্বকে পরিণত হলে।
- মোমকে তাপ দিয়ে গলালে ইত্যাদি।
- মোমবাতি জ্বালানো একটি রাসায়নিক পরিবর্তন।