স্বাধীনতার ঘোষণা পত্র প্রথম কে প্রচার করেন?
Solution
Correct Answer: Option A
- ১৯৭১ সালের ২৫ মার্চের কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পৈশাচিক হত্যাকাণ্ড শুরু করে তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
- ২৫ মার্চ রাত ১২ টার পরপরই (অর্থাৎ ২৬ মার্চ) পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী হওয়ার পূর্বেই বঙ্গবন্ধু টি.এন্ড.টি ও ই.পি.আর (বর্তমানে বিজিবি) এর ওয়্যারলেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানসমূহে স্বাধীনতার ঘোষণা পৌঁছে দেন। এ ঘোষণাটি ছিল ইংরেজিতে।
- আর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম.এ. হান্নান ২৬ মার্চ আনুমানিক ২টা ৩০ মিনিটে প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করেন।