কবে থেকে বাংলাদেশ ও তার আশেপাশের এলাকায় ভূমিকম্প সংক্রান্ত রেকর্ড সংগ্রহ শুরু হয় ?
A ১৫৪৮ সালে
B ১৫৪২ সালে
C ১৫৫২ সালে
D ১৫৫৭ সালে
Solution
Correct Answer: Option A
১৫৪৮ সালে প্রচন্ড এই ভূমিকম্পটি প্রথম লিপিবদ্ধ ভূমিকম্পের ঘটনা। এতে সিলেট ও চট্টগ্রাম ভীষণভাবে প্রকম্পিত হয়, বহু স্থানে ধরণী দুই ভাগ হয়ে যায় এবং গন্ধকীয় বাসযুক্ত পানি ও কাদা শূন্যে উৎক্ষিপ্ত হয়। সোর্সঃ বাংলাপিডিয়া।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions