Solution
Correct Answer: Option D
বিদ্যুৎশক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট-ঘণ্টা (kWh)।
১. ব্যবহারিক কারণ: শক্তির আন্তর্জাতিক (SI) একক হলো 'জুল'। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে বা বাসা-বাড়ি ও কলকারখানায় যে বিপুল পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হয়, তা 'জুল' এককে প্রকাশ করা অসুবিধাজনক (কারণ সংখ্যাটি অনেক বড় হয়ে যায়)। তাই বাণিজ্যিক হিসাব-নিকাশের জন্য বড় একক হিসেবে কিলোওয়াট-ঘণ্টা ব্যবহার করা হয়।
২. সংজ্ঞা: ১০০০ ওয়াট (১ কিলোওয়াট) ক্ষমতার কোনো বৈদ্যুতিক যন্ত্র ১ ঘণ্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয়, তাকে ১ কিলোওয়াট-ঘণ্টা (1 kWh) বলে।
৩. B.O.T. একক: একে সংক্ষেপে B.O.T. (Board of Trade) একক বা সাধারণ ভাষায় 'ইউনিট' বলা হয়। আমাদের বাসার বিদ্যুৎ বিল এই 'ইউনিট' বা কিলোওয়াট-ঘণ্টা হিসেবেই হিসাব করা হয়।
গাণিতিক সম্পর্ক: ১ কিলোওয়াট-ঘণ্টা = ৩.৬ × ১০⁶ জুল