তাপমাত্রার সামান্যতম পরিবর্তনকে লিপিবদ্ধ করেত কোনটি ব্যবহার করা হয়-
A ক্লিনিক থার্মোমিটার:
B ম্যানোমিটার
C বেকম্যান থার্মোমিটার
D ফ্যাদোমিটার:
Solution
Correct Answer: Option C
বেকম্যান থার্মোমিটার একটি থার্মোমিটার যা তাপমাত্রার খুব সামান্য পরিবর্তনকে লিপিবদ্ধ করতে পারে। এটি সাধারণত গবেষণা এবং চিকিৎসা কাজে ব্যবহৃত হয়