স্যাটেলাইট কোন বলের কারনে ঘুরতে থাকে?  

 

A অভিকর্ষজ ত্বরণ

B মাধ্যাকর্ষণ বল

C আপেক্ষিক বল

D সমান্তরাল বল

Solution

Correct Answer: Option B

স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহগুলো ভুপৃষ্ঠের সমান্তরালে একটি নির্দিষ্ট গতিতে চালনা করা হয় ।কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে ঐ গতি নিয়েই সে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে ।কারণ ঐ বলের প্রভাবে পৃথিবী তাকে কেন্দ্রের দিকে টানে তাই সে ঐ সমান্তরাল অবস্থায় থাকতে পারে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions