বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোনটি?
Solution
Correct Answer: Option D
- কক্সবাজার জেলার চকোরিয়ায় অবস্থিত বনটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র কৃত্রিমভাবে সৃষ্ট ম্যানগ্রোভ বন।
- এটি চকোরিয়া সুন্দরবন নামেও পরিচিত।
- উপকূলীয় অঞ্চলের সুরক্ষা এবং সবুজ বেষ্টনী তৈরির লক্ষ্যে ষাটের দশকে সরকারি উদ্যোগে এই বনটি সৃষ্টি করা হয়েছিল।
- প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের আদলে বিভিন্ন প্রজাতির শ্বাসমূলীয় বৃক্ষ রোপণের মাধ্যমে এই বন গড়ে তোলা হয়।
অন্যদিকে,
- সুন্দরবন: খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলাজুড়ে অবস্থিত সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন।
- রাতারগুল: সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত এটি বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট (Swamp Forest)।
- লাউয়াছড়া: মৌলভীবাজার জেলায় অবস্থিত এটি একটি জাতীয় উদ্যান এবং এটি মূলত একটি ক্রান্তীয় চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বন।