Solution
Correct Answer: Option B
- উদ্ভিদের পাতায় প্রকাশ-সংস্লেশন (Photosynthesis) প্রক্রিয়ার মাধ্যমে শর্করা (Sugar) তৈরি হয়।
- এই প্রক্রিয়ায় পাতা সূর্যালোক, কার্বন-ডাই-অক্সাইড ও পানি ব্যবহার করে গ্লুকোজ (শর্করা) উৎপন্ন করে এবং অক্সিজেন নির্গত করে।
- পাতার ক্লোরোফিল (Chlorophyll) নামক সবুজ রঞ্জক পদার্থই সূর্যালোক শোষণ করে এই প্রক্রিয়াকে সম্ভব করে তোলে।