বিষাদ-সিন্ধু' গ্রন্থের রচয়িতা কে?

A শামসুর রাহমান

B মীর মশাররফ হোসেন

C আব্দুল হাকিম

D জাফর ইকবাল

Solution

Correct Answer: Option B

- মীর মশাররফ হোসেন রচিত উপন্যাস 'বিষাদসিন্ধু' (১৮৮৫-৯১)।
- উপন্যাসটি মহররম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবধ পর্ব নামে তিন খণ্ডে বিভক্ত এবং এতে উপসংহারসহ ৬৩টি অধ্যায় রয়েছে।
- এটি ইতিহাস, উপন্যাস, সৃষ্টিধর্মী রচনা ও নাটক ইত্যাদি সাহিত্যের বিবিধ সংমিশ্রণে রোমান্টিক আবেগ মাখানো এক মহাকাব্যিক উপন্যাস। হিজরি ৬১ সালের মহররম মাসে ইসলামের সর্বশেষ নবী হযরত মুহম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হাসান ও হোসেনের সাথে উমাইয়া খলিফা মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালার প্রান্তরে যুদ্ধ এর বিষয়বস্তু।
- মশাররফ রচিত অন্যান্য উপন্যাস: 'রত্নবর্তী' (১৮৬৯), 'উদাসীন পথিকের মনের কথা (১৮৯০), 'তাহমিনা' (১৮৯৭)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions