টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত?
A পদ্মা
B যমুনা
C মেঘনা
D কর্ণফুলী
Solution
Correct Answer: Option C
‘টিপাইমুখ বাঁধ’ ভারতের মণিপুর প্রদেশে বরাক নদীর উপর অবস্থিত। এই বরাক নদীই বাংলাদেশে প্রবেশের আগে দুই ভাগ হয়ে সুরমা ও কুশিয়ারা নামে প্রবেশ করেছে; যা পরিশেষে মিলিত হয়ে মেঘনা নদী গঠন করেছে।