কোন ধরণের সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হলেও, গতিশক্তি সংরক্ষিত হয় না?

A স্থিতিস্থাপক সংঘর্ষ

B অস্থিতিস্থাপক সংঘর্ষ

C একমাত্রিক সংঘর্ষ

D দ্বিমাত্রিক সংঘর্ষ

Solution

Correct Answer: Option B

-দুটি বস্তু অতি অল্প সময়ের জন্য কাছাকাছি আসলে যখন একে অপরের ওপর বৃহৎ বল প্রয়োগ করে এবং এদের গতির হঠাৎ ও ব্যাপক পরিবর্তন ঘটে, তখন এই ঘটনাকে সংঘর্ষ বলে ।

-যে সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয়, কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না, তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে।
উদহরণ হিসেবে বলা যায় - যখন একটি গুলি লক্ষ্যবস্তুকে আঘাত করে লক্ষ্যবস্তুর ভেতরে ঢুকে পড়ে, তখন গুলি ও লক্ষ্যবস্তুর সংঘর্ষ হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions