বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরষ্কার লাভ করেন ?

A    ড. কুদরাত ই-খুদা

B    ড. কামাল উদ্দিন আহমেদ

C    ড. শামসুল হক

D ড. আবদুল্লাহ আল মুতী 

Solution

Correct Answer: Option D

- ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক এবং প্রশাসক ছিলেন।
- বিজ্ঞানকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি ইউনেস্কো (UNESCO) কর্তৃক মর্যাদাপূর্ণ "কলিঙ্গ পুরস্কার" লাভ করেন।
- তিনিই প্রথম বাংলাদেশী যিনি এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions