Solution
Correct Answer: Option C
⇒ কেঁচো মাটির নিচে গর্ত করে চলাচল করে, যার ফলে মাটির নিচে বাতাস ও পানি সহজেই প্রবেশ করতে পারে।
⇒ কেঁচো নিচের উর্বর মাটি ওপরে তুলে আনে এবং ওপরের মাটি নিচে নিয়ে যায়, যা অনেকটা লাঙ্গলের মতো কাজ করে।
⇒ এছাড়া কেঁচোর মল বা বিষ্ঠা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। একারণেই কেঁচোকে ‘প্রাকৃতিক লাঙ্গল’ বা ‘কৃষকের বন্ধু’ বলা হয়।