বাংলা কার-বর্ণের সংখ্যা কতটি?

A

B ১০

C ১১

D ১২

Solution

Correct Answer: Option B

- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার।
- যেমন: ‘ম’ এর সাথে ‘আ’ এর সংক্ষিপ্ত রূপ ‘ া’ যুক্ত হয়ে হয় ‘মা’।
- স্বরবর্ণের মোট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম কারবর্ণ।
- যথা: া, ি, ী, ু,ূ, ৃ, ে,ৈ,ো,ৌ, ।

- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা।
- বাংলা বর্ণমালায় ‘ফলা’ ৬টি।
- যথা: য, ব, ম, র, ল ও ন-ফলা।
- যেমন: হ-এ য-ফলা = হ্য (সহ্য)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions