নিচের কোনটি ভাইরাসের(VIRUS ) জন্য সত্য নয়-
A ডি.এন. এ বা আর. এন. এ থাকে
B শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে
C স্ফটিক দানায় রূপান্তরিত করে(CRYSTALIZATION)
D রাইবোজোম (Ribosom) থাকে
Solution
Correct Answer: Option D
✔ ভাইরাস বলতে এক প্রকার অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী বস্তুকে বোঝায়।
১৯৩৬ সালে চিলিতে F.C Bawden ,N.W Pirie এবং Bernal টোবাকো মোজাইক ভাইরাস হতে প্রোটিন এবং নিউক্লিক এসিডের সমন্বয়ে এক প্রকার তরল স্ফটিকময় পদার্থ উৎপন্ন করতে সক্ষম হয়।
✔ ভাইরাসের দেহে কোষ প্রাচীর , সাইট্রোপ্লাজম ,নিউক্লিয়াস ,মাইট্রোকন্ড্রিয়া এবং রাইবোজোম অনুপস্থিত থাকে।
✔ কেবল প্রোটন এবং নিউক্লিক অ্যাসিড (DNA or RNA) দিয়ে ভাইরাসের দেহ গঠিত।