বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক সর্বপ্রথম ১৬৭৫ খ্রিস্টাব্দে বৃষ্টির পানির মধ্যে নিজের তৈরি সরল অণুবীক্ষণযন্ত্রের নিচে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন।প্রায় সকল প্রাণী টিকে থাকার জন্য ব্যাকটেরিয়ার ওপর নির্ভরশীল কারণ কেবল ব্যাকটেরিয়া ও কিছু আর্কিয়া ভিটামিন বি১২ (যা কোবালামিন নামেও পরিচিত) সংশ্লেষ করার প্রয়োজনীয় জিন ও উৎসেচক ধারণ করে। ব্যাকটেরিয়া ভিটামিন বি১২ খাদ্য শৃঙখলের মাধ্যমে যোগান দেয়। ভিটামিন বি১২ জলে দ্রবণীয় একটি ভিটামিন যা মানবদেহের প্রতিটি কোষের বিপাকে জড়িত।
ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলি হলো – ব্রুচেলেসিস, কলেরা, নিউমোনিয়া, স্কারলেট জ্বর, সিফিলিস, টিটেনাস, যক্ষা, টাইফয়েড জ্বর, হুপিং কাশি, ডিপথোরিয়া, গনোরিয়া, কুষ্ঠ, মেনিনজাইটিস, প্যারাটাইফয়েড জ্বর ইত্যাদি ।