-ডালিয়া, পটোল, কাঁকরোল মূলের সাহায্যে প্রজনন করে থাকে। -এদের যেকোনো একটির মূল উপযুক্ত পরিবেশে লাগিয়ে দিলে তা থেকেই স্বাভাবিকভাবে নতুন গাছের জন্ম হয়। -এ ধরনের প্রজননকে স্বাভাবিক অঙ্গজ প্রজনন বলে।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions