শরীর হতে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় -

A যকৃত

B কিডনি

C উভয়টি

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

বৃক্ক (ইংরেজি: Kidney) বা কিডনি মেরুদণ্ডী প্রাণিদেহের এক জোড়া শিমসদৃশ অঙ্গ বিশেষ যা উদরের পিছনের দিকে অবস্থিত, এবং যা মূত্র উৎপাদন ও নিষ্কাশন করে; এবং সেই সাথে শরীরের জল ও তড়িৎবিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইটের (সোডিয়াম, পটাসিয়াম ইত্যাদি) ভারসাম্য বজায় রাখে ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions