গ্রিন হাউস এফেক্ট বলতে কী বোঝায় ?
A গাছপালার আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার
B তাপ আটক পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
C সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণে বিঘ্ন সৃষ্টি
D প্রাকৃতিক চাষের পরিবর্তে ক্রমবর্ধমান হারে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
Solution
Correct Answer: Option B
⇒ গ্রিন হাউস এফেক্ট একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা কিছু গ্যাস (যেমন: কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প) একটি কাচের ঘরের মতো আচরণ করে।
⇒ এই গ্যাসগুলো সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গের আলোকরশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে দেয়, কিন্তু ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়।
⇒ ফলে, এই তাপ বায়ুমণ্ডলের ভেতরেই আটকে পড়ে এবং পৃথিবীর সার্বিক তাপমাত্রা বাড়িয়ে তোলে।
⇒ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় এই প্রক্রিয়াটি আরও তীব্র হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে।