কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম ?

 

A কার্বন ডাই অক্সাইড

B নাইট্রোজেন

C জল

D ক্লোরিন

Solution

Correct Answer: Option C

- পানি এমন একটি পদার্থ যা ব্যতিক্রমধর্মী প্রসারণ প্রদর্শন করে ।
- পানির তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম ।
- ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ।
- তরল পানিকে বরফে পরিণত করলে পানির আয়তন বাড়ে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions