পানিতে অক্সিজেনের ও হাইড্রোজেন ভরের অনুপাত কত ?

A ১ঃ২ 

B    ১:৩

C    ১:৫ 

D    ৮:১

Solution

Correct Answer: Option D

পানির সংকেত H2O. পানির একটি অণুতে ২টি হাইড্রোজেন ও ১টি অক্সিজেন পরমানু বিদ্যমান।
পানির আনভিক ভর
= (হাইড্রোজেনের পারমাণবিক ভর * ২) + (অক্সিজেনের পারমাণবিক ভর * ১)
= (১ *২) + (১৬ * ১)
= ২ + ১৬
=১৮
তাই, আমরা বলতে পারি,
২ঃ১৬
=১ঃ৮

গুরুত্তপুর্ন নোটঃ
যদি প্রশ্নে বলে ' পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?
তাহলে উত্তর হবে- ২ঃ১
যদি প্রশ্নে বলে ' পানিতে অক্সিজেনের ও হাইড্রোজেন অনুপাত কত?
তাহলে উত্তর হবে-১ঃ২
যদি প্রশ্নে বলে- ' পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত?'
তাহলে উত্তর হবে-১ঃ৮

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions