Solution
Correct Answer: Option D
- শুষ্ক বরফ বা ড্রাই আইস (Dry Ice) হলো কঠিন বা হিমায়িত কার্বন ডাই-অক্সাইড (CO₂)।
- এটি সাধারণ বরফের তুলনায় অনেক বেশি ঠান্ডা থাকে, এর তাপমাত্রা প্রায় -৭৮.৫° সেলসিয়াস (-১০৯.৩° ফারেনহাইট) হয়ে থাকে।
- সাধারণ বরফ গলে পানিতে পরিণত হয়, কিন্তু শুষ্ক বরফ সাধারণ চাপে গলে তরল না হয়ে সরাসরি বাস্পে বা গ্যাসে পরিণত হয়।
- কঠিন পদার্থ থেকে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন (Sublimation)।
- যেহেতু এটি গলে কোনো তরল বা ভেজা অবশেষ তৈরি করে না, তাই একে 'শুষ্ক বরফ' নামে ডাকা হয়।
- এটি মূলত খাদ্যদ্রব্য হিমায়িত রাখতে, সংরক্ষণে এবং স্টেজে কৃত্রিম ধোঁয়া বা কুয়াশা তৈরিতে ব্যবহৃত হয়।