Solution
Correct Answer: Option D
- ভূত্বকে বা ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন (প্রায় ৪৬%), যা একটি অধাতু।
- কিন্তু ধাতু হিসেবে অ্যালুমিনিয়াম (Al)-এর পরিমাণ সবচেয়ে বেশি (প্রায় ৮.১%)।
- ধাতুর দিক থেকে এর পরেই রয়েছে লোহা বা আয়রনের অবস্থান।
- তাই সঠিক উত্তর অ্যালুমিনিয়াম।