গ্যালভানাইজিং এর কাজে কি ব্যবহার হয়?
A কপার
B জিংক
C লেড
D সিলভার
Solution
Correct Answer: Option B
⇒ লোহা বা ইস্পাতকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য এর ওপর দস্তার (Zinc) প্রলেপ দেওয়া হয়।
⇒ দস্তার বা জিংকের এই প্রলেপ দেওয়ার পদ্ধতিকেই ‘গ্যালভানাইজিং’ (Galvanizing) বলা হয়।
⇒ জিংক বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটি আস্তরণ তৈরি করে যা ভেতরের লোহাকে সুরক্ষিত রাখে।