কোন গ্যাসটি 'ড্রাই আইস' তৈরিতে ব্যবহার করা হয় ?
A অক্সিজেন
B কার্বন ডাই- অক্সাইড
C সালফার ডাই- অক্সাইড
D নাইট্রোজেন ডাই- অক্সাইড
Solution
Correct Answer: Option B
- ড্রাই আইস তৈরিতে কার্বন ডাইঅক্সাইড (CO.) গ্যাস ব্যবহার করা হয়।
- কার্বন ডাইঅক্সাইড (CO.) গ্যাসকে -78.5°C তাপমাত্রায় শীতল করলে এটি তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়।
- একে শুদ্ধ বে বা ড্রাই আইস বলা হয়; কিন্তু এটি আসলে বরফ নয়।
- নাট্যমঞ্চে ধোঁয়া তৈরি ও হিমায়ক হিসেবে এটি ব্যবহৃত হয়।