Paint- এর Thinner হিসেবে সাধারণত ব্যবহার করা হয়-
A এলকোহল
B পেট্রোল
C তারপিন
D পানি
Solution
Correct Answer: Option C
- তারপিনকে টারপিনও বলে। তারপিনের ইংরেজি Turpentine.
- পাইনগাছের বীজের নির্যাস দিয়ে তারপিন তৈরি করা হয়।
- পাইন জাতীয় অন্যান্য গাছের রস জ্বাল দিয়েও এটি তৈরি করা যায়।
- পেইন্ট পাতলা একটি দ্রাবক যা তারপিন তেল ভিত্তিক পেইন্টগুলি পাতলা করতে ব্যবহৃত হয় এবং তাদের ব্যবহারের পরে পরিষ্কার করা হয়।