Solution
Correct Answer: Option A
'করার ইচ্ছা' বাক্যটির সংকোচিত রূপ - চিকীর্ষা।
'ইচ্ছা' নিয়ে আরও কিছু বাক্য সংকোচনঃ
- ক্ষমা করার ইচ্ছা চিক্ষমিষা।
- লাভ করার ইচ্ছা লিপ্সা।
- হনন করার ইচ্ছা জিঘাংসা
- অনুকরণ করার ইচ্ছা অনুচিকীর্ষা
- অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা
- অপকার করার ইচ্ছা অপচিকীর্ষা
- গমন করার ইচ্ছা জিগমিষা
- জয় করার ইচ্ছা জিগীষা
- জানবার ইচ্ছা জিজ্ঞাসা
- নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা।