Solution
Correct Answer: Option B
- ফিনল্যান্ডকে (Finland) "হাজার হ্রদের দেশ" (Land of a Thousand Lakes) বলা হয়।
- দেশটিতে আনুমানিক ১ লক্ষ ৮৮ হাজার হ্রদ রয়েছে, যা এর মোট আয়তনের প্রায় ১০ শতাংশ।
- সর্বশেষ বরফ যুগের শেষে হিমবাহ গলে যাওয়ার ফলে এই অসংখ্য হ্রদের সৃষ্টি হয়েছিল।
- সবুজে ঘেরা অরণ্য আর টলটলে জলের হ্রদ মিলে ফিনল্যান্ডের প্রাকৃতিক দৃশ্যকে অসাধারণ রূপ দিয়েছে, যা এর এই নামের সার্থকতা প্রমাণ করে।